স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা ইনকামট্যাক্স কার্যালয় পরিদর্শনে এসে কর আইনজীবী নেতৃবৃন্দরা খুলনা অঞ্চলের কর কমিশনার শেখ মো. মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন ইনকামট্যাক্স বার অ্যাসোসিয়েশন। গতকাল মঙ্গলবার দুপুরে কোর্টরোডে বিভাগীয় কর কমিশনার ইনকামট্যাক্স কার্যালয়ে এসে পৌঁছালে কর কমিশনারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন সহকারী কর কমিশনার মো. মোহাইমেনুল ইসলাম। এসময় খুলনা কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার আরিফুল হক, চুয়াডাঙ্গা ইনকামট্যাক্স বার অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, সিনিয়র সহ-সভাপতি মইন উদ্দিন মইনুল, যুগ্ম সম্পাদক-১ ইমরানুল আহমদ, কার্যনির্বাহী সদস্য আ.স.ম. আব্দুর রউফ, এ্যাড. আকসিজুল ইসলাম রতন ও রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
কর কমিশনার শেখ মো. মনিরুজ্জামান বলেন, চলতি বছরে করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে হচ্ছে। প্রাথমিকভাবে শুরু হয়েছে, আস্তে আস্তে সকলেই অভ্যস্ত হয়ে পড়বেন। এবিষয়ে কর আইনজীবীরা বড় ভূমিকা পালন করতে পারেন। আয়কর রিটার্ন নির্ভূল করতে আয়কর আইনজীবীদের বিকল্প নেই। এরপর চুয়াডাঙ্গা ইনকামট্যাক্স বার পরিদর্শন শেষে কর কমিশনার শেখ মো. মনিরুজ্জামান মেহেরপুর ইনকামট্যাক্স অফিস পরিদর্শন করেন।