স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদরের গাড়াবাড়ীয়ায় তুচ্ছ ঘটনায় জামায়-শ্বশুরকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল রোববার বেলা ১২টার দিকে গ্রামের কাগমাড়ী মাঠে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাড়াবাড়ীয়া গ্রামের বাগানপাড়ার মৃত. আলম হোসেনের ছেলে সোহরাব হোসেন (৬০) ও তার মেয়ে জামায় ফেলু (৩০)।
আহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, সোহরাব হোসেনের চাচাতো ভাই নিজাল হোসেন কিছুদিন আগে জমিতে খেজুর গাছের চারা রোপন করেছিলেন। সেই চারা কে বা কারা নষ্ট করে ফেলে। এতে সন্দেহজনকভাবে সোহরাব হোসেনকে দোষারোপ করতে থাকেন নিজাল হোসেন। এই নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে নিজাল ধারাল অস্ত্র দিয়ে সোহরাবকে কুপিয়ে জখম করে। এ ঘটনা দেখে সোহরাবের মেয়ে জামায় ফেলু প্রতিবাদ করতে গেলে তিনি ধারাল অস্ত্রের আঘাতে সামান্য আহত হন। পরে আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি বলেন, আহত দুজনের মধ্যে ধারাল অস্ত্রের আঘাতে বৃদ্ধের একটি হাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। তাকে ভর্তি করা হয়েছে। অপরজনের হাতের একটি নখে সামান্য কেটে যাওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীদের থানায় এসে মামলা করার অনুরোধ জানিয়েছি। তবে রাত পর্যন্ত থানায় কেউ অভিযোগ বা মামলা করেননি।