চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে ২৪ জন সুবিধাভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে সুবিধাভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রাঙ্গণে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেলাই বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জহিরুল ইসলাম। এ সময় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে এ ধরনের প্রকল্পের তাৎপর্য তুলে ধরেন। এডিপি (অহহঁধষ উবাবষড়ঢ়সবহঃ চৎড়মৎধসসব) তহবিলের আওতায় ২৪ জন সুবিধাভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ. এম. সালাউদ্দীন মনজু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকী সোহেলী রশিদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিল আরা চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *