স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৬ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করা হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে বিজিবি তাদের আটক করে। এছাড়াও পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা , যৌন উত্তেজন ট্যাবলেট ভায়াগ্রা ও কীটনাশক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কোন আসামীকে আটক করা যায়নি।
৫৮ বিজিবির সহকারি পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানায়, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে জীবননগর নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৫/৩-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিমতলা গ্রামের মোঃ আব্দুল মালেকের বাগানের পাশে হাবিলদার মোঃ মনির হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৮ পিচ ভারতীয় ইয়াবা ও ৯ পিচ ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন বিকাল সাড়ে ৪টার দিকে জীবননগর গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৭/৪-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামে নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৮ বোতল কীটনাশক উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৭-আর হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের মাঠের মধ্যে হতে হাবিলদার ফেরদৌস আলী মন্ডলের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৬ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ২ জন শিশু রয়েছে। আটক পুরুষ সদস্যরা হলো রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার শান্তিরাম মোদকের ছেলে বীধান কুমার মোদক (৫৩) ও গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া উপজেলার সুকুমার পোদ্দারের ছেলে সাধন পোদ্দার (২৮)। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।