মুজিবনগর সীমান্তে ভারতে পাচারকালে ইউএস ডলারসহ পাচারকারী আটক

মেহেরপুর অফিস


মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৫১ হাজার ইউএস ডলারসহ একজনকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার দুপুরে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের সীমান্তে জাহাঙ্গীর শেখের কাছ থেকে ডলারগুলো উদ্ধার করা হয়। এ সময় জাহাঙ্গীর শেখকে আটক করে বিজিবি। সে আনন্দবাস গ্রামের মৃত আসফার শেখের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, মেহেরপুর আনন্দবাস সীমান্ত দিয়ে ডলার পাচার হবে এমন গোপন সংবাদ পায় ৬ বিজিবির অধিনায়ক নাজমুল হাসান। তার ভিত্তিতে আনন্দবাস এলাকায় টহল প্রদান করে বিজিবির একটি দল। এসময়ই ফাঁসিতলা এলাকায় সীমান্ত পিলার ৯৯ এর ২০০ গজ দূরে ঘাসের বস্তাসহ জাহাঙ্গীর শেখকে তল্লাশি করা হয়। তল্লাশিতে বস্তায় কালো টেপ দিয়ে মোড়ানো ৫ প্যাকেট ইউএস ডলার পায় বিজিবি সদস্যরা। এ সময় তার কাছ থেকে প্রাপ্ত একটি বাইসাইকেল ও একটি বাটন ফোন জব্দ করা হয়। ডলার ও জব্দকৃত মালামাল এর মোট মূল্যমান ৬২ লক্ষ ১হাজার ৫৪০ টাকা।
এ বিষয়ে একটি মামলা প্রদান করে আসামিকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত ইউ এস ডলার মেহেরপুর ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *