স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ কুড়ুলগাছীর ইন্তাজুল আটক। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা থেকে তাকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম- সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই(নিঃ) তোরগুল হাসান সোহাগ, এএসআই(নিঃ) সাইফুল ইসলাম খাঁ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর থানাধীন হাটকালুগঞ্জ সাকিনস্থ পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে পাঁকা রাস্তার উপর হতে দর্শনার কুড়ুলগাছী গ্রামের মৃত কেয়ামত আলীর ছেলে ইন্তাজুল(৪৫) ২কেজি ৫০০ গ্রাম গাজাসহ তাকে আটক করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।