অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১ জন আটক, পাচারকারীসহ বিপুল মাদকদ্রব্য উদ্ধার

স্টাফ রিপোর্টার


অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১ জন বাংলাদেশীকে আটক করা হয়েছে। এছাড়াও ১ পাচারকারীসহ বিপুল মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি সীমান্তের পৃথক ৬টি স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল মঙ্গলবার রাত ১ চার দিকে সীমান্ত পিলার-৬৯/৩-এস হতে ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কালা গ্রামের ভাঙ্গাপাড়া এলাকায় হাবিলদার মোঃ আব্দুল কাদেরের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় ৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৫২ বোতল মদ উদ্ধার করা হয়। একই দিন বেলা ১১ টার দিকে জীবননগর রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭৩/২-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া গ্রামে নায়েব সুবেদার মোঃ ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এর আগে সোমবার রাত সাড়ে ১১ টার দিকে পলিয়ানপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১-আর হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামে মোঃ হাবিলদার মোঃ সিকদার ইউনুচের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৬৯ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই সময়ে নতুনপাড়া বিওপি’র এলাকার সীমান্ত পিলার-৬৭/এমপি হতে ২৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামে মোঃ হাবিলদার মোঃ রমজান আলীর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩০৫ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রাত ৮টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামে হাবিলদার মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধুর পাচার কার্যে সহায়তাকারী মোঃ মোস্তফা মিয়া (৪২) আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এদিকে সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে
কুমিল্লাপাড়া বিওপি’র এলাকার সীমান্ত পিলার-৬০/৭৪-আর হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লাপাড়া গ্রামে হাবিলদার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ১ জনকে আটক করা হয়। আটক মোঃ রফিকুল ইসলাম (২৫) যশোর জেলার শর্শ উপজেলার মোঃ সুরুজ মিয়ার ছেলে। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *