চুয়াডাঙ্গায় বিজিবির ৩ দিনের অভিযানে ১১ লাখ টাকার মাদক ও চোরাচালানপণ্য আটক

স্টাফ রিপোর্টার


চুয়াডাঙ্গায় বিজিবির ৩ দিনের অভিযানে প্রায় ১১ লাখ টাকার মাদক ও চোরাচালানপণ্য আটক করা হয়েছে। গত ৩ দিনে বিজিবি চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে উপরোক্ত পণ্য আটক করে।
চুয়াডাঙ্গা -৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে গত ১০ থেকে ১২ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত দর্শনা, বারাদী, মুজিবনগর, নাজিরাকোনা, বাজিতপুর এবং ইছাখালি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিজিবি ১০ লাখ ৮৮ হাজার ৭১০ টাকা মূল্যমানের বিভিন্ন মাদকদ্রব্য ও চোরাচালানপণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৫৯ বোতল ভারতীয় মদ, ১৫ গ্রাম ভারতীয় হেরোইন, ৫৭০ পিস নেশাজাতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট, ২৭ পিস ভারতীয় শাড়ী, ৮৯৮ পিস বিভিন্ন প্রকার সিটি গোল্ডের আইটেম, ১৮৩ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স, খাদ্য সামগ্রী ছাড়াও অন্যান্য চোরাচালানপণ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *