কেডিকে প্রতিনিধি
জীবননগর কাশিপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে কাশিপুর কেন্দ্রীয় ঈদগাহ ফুটবল মাঠে যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে কাশিপুর যুব ক্রিয়া সংস্থা একাদশ ও কার্পাষডাঙ্গা চারুলিয়া একাদশ।
খেলার শুরুতে দুই দলের খেলোয়াড়দের কুসল বিনিময়ের মাধ্যমে খেলাটি শুরু হয়। কেডিকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি টিপু সুলতান ৩ ও ৪ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন। ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল শুকুর। আলোচনা করেন যুব সমাজ কে আগিয়ে আসতে হবে। লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার মনোযুগী ও মাদক থেকে দূরে থাকা জন্য, আমাদের ছেলেদের খেলা ধুলার মনো যোগী হতে হবে। শিক্ষা উন্নয়ন জাতি উন্নয়ন হবে।
এছাড়াও উপস্থিত বিএনপি নেতা আনেছুর রহমান বাবলু, মজিবর রহমান। রেফারি দায়িত্ব পালন করেন মোঃ সেলিম সহকারী রেফারি দায়িত্ব পালন করেন সিহাব ও সুমন খেলার টান টান উত্তেজনা আর পাল্টা আক্রমণ মধ্যেই দিয়েই, প্রথম পর্বে খেলাটি শেষ হয়। ২-০ গোলে এগিয়ে যায় কাশিপুর যুব ক্রিয়া সংস্থা গোল টি করেন রাকিব।
আবারো দ্বিতীয় পর্বের খেলাটি শুরু হয় দুই দলই পাল্টাপাল্টি আক্রমণ করে গোল শোধ করা জন্যে অনেক চেষ্টা করেও গোল শোধ করতে বার বার ব্যর্থ হয় চারুলিয়া একাদশ । খেলা চলাকালে ফুটবল প্রেমীরা সারি বেঁধে খেলা উপভোগ করে। আর কোন গোল না হইয়ায় ২-০ গোলে জয়লাভ করে কাশিপুর যুব ক্রিড়া সংস্থা।