দর্শনা অফিস
দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০২ পিচ ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামী দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের খোরশেদ আলমের ছেলে শিপন ইসলাম (২৩)।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে দর্শনা থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন আনোয়ারপুর হঠাৎপাড়া রোডের পাশে আনোয়ারপুর জামে মসজিদের সামনে হতে আসামী, শিপন ইসলাম (২৩), গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ১০২ (একশত দুই) পিচ ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিব মূল্য ৩০,৬০০/-টাকা এবং একটি কাপড় স্ত্রী করা আয়রন মেশিন, উদ্ধার পূর্বক তালিকা মোতাবেক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।