এই সরকার চলছে শেখ হাসিনার পরামর্শে- ঝিনাইদহে গণঅধিকার পরিষদের সাধারন সম্পাদক রাশেদ খাঁন

ঝিনাইদহ অফিস

ড. ইউনুস সরকার চলছে শেখ হাসিনার পরামর্শে । তার সরকারের ৪জন উপদেষ্টা একাধারে আওয়ামীলীগের নেতাকর্মি, ডামি-মামি এমপি মন্ত্রীদের টিকিয়ে রাখতে সরাসরি কাজ করে চলেছেন । গত ১ বছরে কোন দৃশ্যমান উন্নয়ন বা পরিবর্তন কেউ দেখাতে পারবে না । এমনকি, সরকারের উপদেষ্টাদের এপিএসরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি সরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন ।

আজ মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ শহরেরে ষ্টেডিয়াম সংলগ্ন একটি বেসরকারী কমিউনিটি সেন্টারে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন ।

এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা গণ অধিকার পরিষদের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি রাকিবুল হাসান রকিব, সাংগঠনিক সম্পাদক মিশন আলী, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লা আল মামুন, সাধারণ সম্পাদক রায়হান হোসেন রিহান, পৌর গণ অধিকার পরিষদ আহ্বায়ক মাহাফুজ রহমান, সদর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি হালিম পারভেজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাহিদ হাসনান, ঝিনাইদহ জেলার গণ অধিকার পরিষদ ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ।

রাশেদ খাঁন তার বক্তব্যে আরো বলেন, সরকারকে সাধুবাদ জানাচ্ছি কারন তারা ফেব্রুয়ারী মাসে ভোটের যে রোডমার্চ দিয়েছে তার জন্য । কিন্তু ভোটের সময় প্রশাসনের কি পরিবর্তন হতে যাচ্ছে তা লক্ষ্য রাখতে হবে । আমরা চেয়েছিলনাম, বিগত সরকারের ওসি, এসপি, ইউএনও, ডিসি সহ আমলারা আর থাকবে না । সেখানে তারা কি পদক্ষেপ নেয় সেটা দেখতে হবে । ভোটের নির্দিষ্ট সময়ে প্রসাশনিক পরিবর্তনের উপরেই নির্ভর করছে মানুষ ভোট দিতে যাবে কিনা ।

তিনি আরো বলেন, গণঅদিকার পরষিদের নেতা কর্মিরা এখনও পর্যন্ত বাংলাদেশের কোথাও কোন বেআইনি কর্মকান্ড, দাঙ্গা, ফ্যাসাদ, মারামারি, টেন্ডারবাজি, ঘুষ, চাদাবাজির সাথে জড়িত হয়নি । একটা উদাহরণ কেউ দেখাতে পরাবে না । কিন্তু অন্য সব দল কিন্তু এই চ্যালেঞ্জ করতে পারবে না । জুলাই সনদে মূল কথা, আসল কথা বাদে আর সবই আছে । পূরণ হয়নি আমাদের প্রত্যাশা । একবছরে কি পেলাম আমরা । কোন একটা পরিবর্তন তারা করতে পেরেছে তা কেউ বলতে পরাবে না । আন্দোলনের ফলাফলকে বৃথা যেতে দেওয়া যাবে না । তাহলে, ফ্যাসিষ্টরা আবার মাথাচাড়া দিয়ে উঠবে । আওয়ামীলীগকে পুনর্বাসন যারা করছেন তারা সাবধান হয়ে যান । জনগণ আওয়ামীলীগকে প্রত্যাখ্যান করেছে, সুতরাং আপনাদেরও প্রত্যাখ্যান করবে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *