স্টাফ রিপোর্টার
দামুড়হুদায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
করা হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতাকৃত আসামী আবু সিদ্দিক (৫১) দামুড়হুদা উপজেলার ফকির পাড়া গ্রামের গফুর মণ্ডলের ছেলে।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ জালাল খানের নেতৃত্বে গতকাল বেলা ১২ টার দিকে এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফকির পাড়া গ্রামে আসামী মোঃ আবু সিদ্দিকের নিজ বাড়ি তল্লাশি করে একটি পলিথিন ব্যাগের মধ্যে ১৫০ গ্রাম গাজা উদ্ধার করা । পরে উপপরিদর্শক মোঃ কবির উদ্দিন তালুকদার বাদী হয়ে আসামী আবু সিদ্দিকের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন ।