স্টাফ রিপোর্টার
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, মদ, ভায়াগ্রা ও গাঁজা উদ্ধার করেছে। গত দুই দিনে বিজিবি সীমান্তে পৃথক ৪ টি অভিযান চালিয়ে উপরোক্ত মালামাল আটক করে। তবে কোন মাদকপাচারকারীকে আটক করতে পারেনি।
৫৮ বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, গত রবিবার রাত সাড়ে ১১ টার দিকে জীবননগর নিমতলা বিওপির সীমান্ত পিলার-৭৪/এমপি হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া গ্রামে হাবিলদার মোঃ মনির হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই সময়ে রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭৩/১-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া গ্রামে নায়েব সুবেদার মোঃ ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গতকাল সোমবার রাত সাড়ে ১২ টার দিকে যাদবপুর বিওপি’র সীমান্ত পিলার-৫০/২-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কানাইডাঙ্গা নামক গ্রামের হাবিলদার মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এর আগে রবিবার বেলা ২টার দিকে মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭০/২-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামে হাবিলদার মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৪ বোতল ভারতীয় মদ এবং ২০০ পিচ ভায়াগ্রা উদ্ধার করা হয়।