আলমডাঙ্গার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক আব্দুল লতিফের সভাপতিত্বে অতিথি ছিলেন অ্যাডহক কমিটির সভাপতি কাইয়ুম উদ্দিন হিরোক। বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু , অভিভাবক সদস্য আবু সাঈদ, ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির খন্দকার মাসুদুর রহমান, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক সাংবাদিক মমতাজুর মুর্শিদ কলিন, প্রাক্তন ছাত্র প্রকৌশলী আ. সালাম, শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মিলন, অভিভাবক শাহিনুজ্জামান লিংকন, বিএসসি শিক্ষক আতিয়ার রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম ও সাধনা কাজ করে। তারা আরও বলেন, শুধুমাত্র ভালো ফলাফলের মাধ্যমেই একজন শিক্ষার্থী সফল হতে পারে না, তার জন্য প্রয়োজন সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সঠিক চর্চা। শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, বিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে অভিভাবকদের ভূমিকার গুরুত্ব নিয়ে আলোচনা করেন বক্তারা । অভিভাবকদের পক্ষ থেকেও বিভিন্ন প্রশ্ন ও মতামত উঠে আসে, যার উত্তর দেন প্রধান শিক্ষক। সন্তানের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হওয়ার জন্য এবং বিদ্যালয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে এসএসসি ২০২৫ জিপিএ ৫ প্রাপ্ত পাঁচজন সহ জিপিএ ৪.৭৮ প্রাপ্ত শারীরিক প্রতিবন্ধী জাব্বারুলকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন, সহকারী প্রধান শিক্ষক এ.কে.এম জাহিদ হোসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *