স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জামায়াতের উদ্যোগে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টায় পৌর কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর রুহুল আমিন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি দামুড়হুদা উপজেলা জামায়াতের ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, ওলাম বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন, সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসাইন, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, মানব সম্পদ বিভাগের সভাপতি কাইমুদ্দিন হিরোক, পেশাজীবি সম্পাদক অধ্যাপক খলিলুর রহমান। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা পৌর আমীরের উপস্থাপনায় দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান।