মেহেরপুর অফিস
জুলাই গণঅভ্যুত্থান স্মারক বিতর্ক উৎসব “যুক্তি দিয়ে জাগো” অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর ডিবেটিং ফোরামের উদ্যোগে মেহেরপুর সরকারি কলেজ শিক্ষক-শিক্ষার্থী সম্মেলন কক্ষে বির্তক অনুষ্ঠিত হয়। এ উৎসবে সভাপতিত্ব করেন মেহেরপুর ডিবেটিং ফোরামের আহবায়ক রিদুওয়ানুল হক মুজাহিদ।
এসময় প্রধান অতিথি ছিলেন, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর একেএম নজরুল কবীর। বিশেষ অতিথি ছিলেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান খেজমত আলী মালিথা। ইতিহাসের প্রতি দায়বদ্ধতা এবং তারুণ্যের বুদ্ধিবৃত্তিক বিকাশে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এবং তরুণ প্রজন্মকে সেই ঐতিহাসিক চেতনায় উদ্বুদ্ধ করতেই এই বিতর্ক উৎসবের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। মেহেরপুরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিতর্ক উৎসবে অংশগ্রহণ করেন।