অনলাইন ডেস্ক
সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) পদ্ধতিতে ভোট হলে জনগণ তাদের পছন্দসই নেতা নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হবেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই বিপ্লবে প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, রাতারাতি সব সংস্কার সম্ভব না। একটি প্রক্রিয়ার মধ্যদিয়ে সংস্কার হতে হবে। আর জনগণের প্রতিনিধিত্বের জন্যই নির্বাচন চায় বিএনপি।
কয়েকজন ব্যক্তিকে দেশ-বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো সম্ভব কি না, এমন প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত জনগনের কাছে চলে যাওয়া।
তিন বলেন, আওয়ামী লীগ শুধু বিচার বিভাগ নয়, সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। দেশ এখন রাজনৈতিক ও অর্থনৈতিক একটি প্রতিকূলতার মধ্যে রয়েছে।