অনলাইন ডেস্ক
খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি দুই আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোড়া সিন্ধু কারবারি পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
পুলিশ জানায়, ইউপিডিএফ (প্রসিত খীসা পন্থী) দলের সশস্ত্র শাখার কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে প্রায় ৪০-৪৫ জনের একটি দল এবং সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫-৪০ জনের আরেকটি দল জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘর্ষে ইউপিডিএফ (প্রসিত) দলের সামরিক শাখা ‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস লিবারেশন আর্মি’র চার সদস্য নিহত হয়েছেন। তবে এ ঘটনায় আহত ও নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ওসি জাকারিয়া বলেন, ‘ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে থমথমে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।’ এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।