স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় বেসরকারি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়গুলোর সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা চুয়াডাঙ্গা জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন দর্শনা পৌর বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান।
সভায় শিক্ষক-কর্মচারীরা তাদের বিভিন্ন দাবি ও সমস্যা তুলে ধরেন। বিশেষ করে, সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর এমপিওভুক্তির বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। প্রতিবন্ধী বিদ্যালয়গুলোতে সহযোগিতা করার জন্য বেশ কয়েকটি বিষয় রয়েছে। এর মধ্যে রয়েছে আর্থিক সহায়তা, শিক্ষা উপকরণ সরবরাহ, শিক্ষকদের প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধি। এছাড়াও, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতে আনতে পুনর্বাসন এবং কর্মসংস্থান তৈরিতে সহযোগিতা করা প্রয়োজন। অনেক প্রতিবন্ধী বিদ্যালয় সরকারি ও বেসরকারি অনুদানের উপর নির্ভরশীল। তাদের নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করা গেলে শিক্ষার মান উন্নয়ন ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করা সহজ হবে। অনুষ্ঠানে জেলার ১৭টি বৃদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও সভাপতিরা উপস্থিত ছিলেন।