গ্লোবাল টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হলেন চুয়াডাঙ্গার সন্তান আনজাম খালেক

স্টাফ রিপোর্টার

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্লোবাল টেলিভিশন-এর জ্যেষ্ঠ প্রতিবেদক থেকে বিশেষ প্রতিনিধি হিসেবে পদোন্নতি পেয়েছেন চুয়াডাঙ্গার সন্তান সাংবাদিক আনজাম খালেক। গত ০১ জুন ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে এই পদোন্নতির ঘোষণা দেয় টেলিভিশন কর্তৃপক্ষ।

আনজাম খালেক বহু বছর ধরে টেলিভিশন সাংবাদিকতা পেশায় নিষ্ঠা, সাহসিকতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে তার গভীর অনুসন্ধানী প্রতিবেদন এবং দৃঢ় অবস্থান প্রশংসিত হয়েছে সর্বমহলে। ২০২৪ এর জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানেও তিনি সক্রিয়ভাবে মাঠে থেকে পেশাগত দায়িত্ব পালন করেন এবং আন্দোলনকারীদের পক্ষের বাস্তব চিত্র তুলে ধরেন। তার এই দায়িত্বশীল ও সাহসী ভূমিকার স্বীকৃতি স্বরূপই তাকে বিশেষ প্রতিনিধি পদে পদোন্নতি প্রদান করা হয়।

আনজাম খালেক সাংবাদিকতা পেশায় শুরু থেকেই দক্ষতা ও সততার দৃষ্টান্ত স্থাপন করে আসছেন। পেশাগত জীবনে তিনি দেশের প্রথম সারির বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে কাজ করেছেন। এসএ টিভি, সময় টেলিভিশন, একুশে টেলিভিশন, ভয়েস টেলিভিশন ও আনন্দ টেলিভিশন-এ তিনি বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে কাজ করেছেন এবং প্রতিটি প্রতিষ্ঠানে নিজের মেধা ও পেশাদারিত্বের ছাপ রেখেছেন। তিনি স্থানীয় দৈনিক মাথাভাঙ্গা-এর একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিয়মিত লেখালেখি ও সম্পাদনা কাজে যুক্ত রয়েছেন। আনজাম খালেক চুয়াডাঙ্গা জেলা শহরের বাগানপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল গনি ও মোছা. বিলকিস বানু দম্পতির কনিষ্ঠ পুত্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *