আলমডাঙ্গায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা মিনহাজকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) এস.এম নিয়ামুল হক ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ১১নং নাগদাহ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন মৃত গোলাম রহমান এর ছেলে মিনহাজ উদ্দিন (৬৬)।

আলমডাঙ্গা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাসুদুর রহমান বলেন, আটকের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *