আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের নাগদাহ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে নাগদাহ পশ্চিমপাড়ার মৃত জহুরুল হকের ছেলে জামান উদ্দিন (৫০) কে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে আনুমানিক ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
গ্রেফতারকুত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আলমডাঙ্গায় পুলিশের অভিযানে গাঁজাসহ একজন গ্রেফতার



