চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার দৌলতদিয়াড় দক্ষিণ পাড়ায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ওহিদ মোল্লার ছেলে সুমন মোল্লা(২৮) ও একই গ্রামের লোকমান হোসেনের ছেলে শামসুজ্জামান দুদু (৩১) গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহতল্লাশি করে আসামীদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক মোঃ কবির উদ্দিন তালুকদার আসামীর বিরুদ্ধে মামলার বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় পৃথক দুইটি নিয়মিত মামলা রুজু করেন।
অপর দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এস এম আব্দুর রউফ শিবলু ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ জালাল খান এর নেতৃত্বে গতকাল সোমবার দুপুর ২টা থেকে বিকাল ৩টা পযর্ন্ত দামুড়হুদার উজিরপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় উজিরপুর গ্রামের খলিফা পাড়ার রজব আলীর ছেলে সালাম (৪০) ও একই গ্রামের মাঠ পাড়ার ইউসুফ আলী মণ্ডলের ছেলে আবুল হোসেন (৩৮) কে ৩০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এস এম আব্দুর রউফ শিবলু গ্রেফতারকৃত আসামীদের পৃথকভাবে ৭ দিন ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *