গণ অভ্যুত্থানে শহীদ চুয়াডাঙ্গার শাহরিয়ার শুভ’র কবর জিয়ারত করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান

স্টাফ রিপোর্টার
ছাত্র-জনতার অভ্যুত্থানে চুয়াডাঙ্গার শহীদ শাহরিয়ার শুভ’র কবর জিয়ারত করেছেন অন্তবর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শুভ’র কবর জিয়ারত করেন।
উপদেষ্টা আদিলুর রহমানের সাথে শহিদ শাহরিয়ার শুভ’র বাবা আবু সাইদ, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, উপদেষ্টার একান্ত সচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ও ফাতেহা পাঠ করেন। । শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ’র পিতা আবু সাইদের সঙ্গে কথা বলে এবং পরিবারের খোঁজখবর নেন। শহীদ পরিবারের জন্য সরকার ঘোষিত সহায়তা দ্রুত প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। গত বছর ১৯ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ হন শাহরিয়ার শুভ। পরে ২৩ জুলাই নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাৎ বরণ করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *