মেহেরপুর অফিস
মেহেরপুরে আইন অমান্য করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। সোমবার দুপুরে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের সংশোধিত আইন ২০১৯ এর আলোকে অবৈধ ইটভাটা উচ্ছেদের অংশ হিসেবে এ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় দোয়েল ব্রিকস ও রিপন ব্রিকসে অভিযান পরিচালনা করে চিমনি ভেঙ্গে দেওয়া হয়। পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
অভিযান পরিচালনাকালে মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর টিপু সুলতান, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং যৌথ বাহিনীর একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন।
গাংনীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুড়িয়ে দেওয়া হলো ইটভাটা



