সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁর সাপাহারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর ২৫) বিকাল সাড়ে চারটায় উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন দেশের স্বার্থ, রাষ্ট্র পরিচালনা এবং জনকল্যাণমূলক কাজে নিজেকে নিবেদিত রেখেছিলেন। তাঁর অসুস্থতা কাটিয়ে দ্রুত আরোগ্য লাভ এখন শুধু দলীয় নেতাকর্মীদের নয়, দেশের মানুষেরও এক যৌথ প্রত্যাশা। এ কারণে দেশনেত্রীর পূর্ণ সুস্থতার জন্য সবাইকে আন্তরিক দোয়া করার আহ্বান জানানো হয়।
দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিলাদ শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং গণতন্ত্রের স্থিতিশীলতা কামনা করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনুর সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি তরিকুল ইসলাম (চেয়ারম্যান), রেজাউল করিম (মাস্টার), আব্দুল মজিদ সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী ও শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম চৌধুরী (রবি), মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক মোঃ ফারুক হোসেন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মতিউর রহমান (মতি), শ্রম বিষয়ক সম্পাদক সিরাজ বাবু, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আহসান হাবীব, যুগ্ম সম্পাদক সামেদুল হকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



