পথসভায় জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু

জীবননগর অফিস

জীবননগর পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে মাহমুদ হাসান খান বাবুর পথসভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু গতকাল শনিবার দুপুর থেকে রাত অবধি জীবননগর পৌর সভায় একাধিক নির্বাচনী পথসভায় অংশ গ্রহন করেন। শনিবার বিকেলে প্রথমে জীবননগর পৌর ৫ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুরে পথসভা করেন তিনি। পরে আশতলাপাড়া, কাজী টাওয়ারের সামনে, তেতুলিয়া, থানাপাড়াসহ পৌর এলাকায় পথসভা করেন।

পথসভায় মাহমুদ হাসান খান বাবু বলেন, আমরা শত অত্যাচার-নির্বাচন, নিপীড়ন এবং প্রলোভনের পরও আমরা মাটি কামড়ে পড়ে থেকেছি দলের পতাকা তলে। আমরা প্রমাণ করেছি ক্ষুদ্র স্বার্থ উপেক্ষা করে বৃহত্তর স্বার্থের জন্য অপেক্ষা করলে আমরা একজন দেশ পরিচালনার দায়িত্ব পাব এবং আমাদের মনে আশা পূরণ করতে পারব। আমি যে বিষয়টা অবতারণ এখানে করতে চাই সেটা হচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অর্ন্তবর্তীকালীন সরকারের অধিনে যে নির্বাচনটি হতে যাচ্ছে আমাদের দৃঢ় বিশ^াস এই নির্বাচনে জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাবে। এই নির্বাচনে দিনের ভোট রাতে হয়ে যাবে না। যদি তাই হয় তাহলে আমাদের দায়িত্ব হবে সঠিক জাগায় ভোট প্রদান করা। কোনটা সঠিক জায়গা, বাংলাদেশ জাতীয়তাবাদ অর্থাৎ ধানের শীষ হচ্ছে সঠিক জায়গা। এ এলাকার অনেক দিনের দাবি ল্যান্ড পোর্ট। সবাই বলছে কিন্তু হচ্ছে না। আপনাদের রায়ে বিএনপি রাস্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জীবননগরে ল্যান্ডপোর্ট চালু করা হবে।

                বাবু খান আরো বলেন, কৃষিভিত্তিক যে ফসল, নৃত্য নতুন আবিষ্কার, যেটা নিয়ে আমরা কাজ করছি, মৌলিক ফসল ধান, গম এগুলোর বাইরে, আমরা যে চাষাবাদ করে বিশেষ করে ফল এসব চিন্তাভাবনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, চুয়াডাঙ্গা আমাদের দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় আপনাদের সমর্থন নিয়ে তাহলে চুয়াডাঙ্গায় ইনশাআল্লাহ কৃষি বিশ্ববিদ্যালয় করার জন্য চেষ্টা করব।

পথসভায় সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিক মাহমুদ মিল্টন, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু, মজনুর রহমান, আবদুল হামিদ, নারী নেত্রী পিয়ারা বেগম প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *