জীবননগর সীমান্তে মদ ও গাঁজা উদ্ধার ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশী আটক

স্টাফ রিপোর্টার

জীবননগর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে মদ, ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করেছে। গত শুক্রবার বিজিবি পৃথক ৩টি অভিযান চালিয়ে উপরোক্ত মাদক উদ্ধার করে। তবে কাউকে আটক করতে পারেনি। এছাড়াও শনিবার আরো দুটি অভিযান চালিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী ও ১ জন সহায়তাকারী।

                মহেশপুর ৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গত শুক্রবার জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপি’র মেইন পিলার-৬৬/৫-এস এর নিকট নতুন পাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই দিন রাত ৯টার দিকে জীবননগর নিমতলা বিওপি’র সীমান্ত পিলার-৭৫/৩-এস এর কাছে  ঈশ্বরচন্দ্রপুর গ্রামে হাবিলদার শিশির কুমার হালদার এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। রাত সাড়ে ১১টার দিকে জীবননগর মেদিনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৩/৩-এর নিকট  মেদিনীপুর গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

                অপরদিকে গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৮৬-আর এর নিকট  খোশালপুর গ্রামে নায়েব সুবেদার শ্রী তাপস কুমার সরকার এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময়  ভারতে যাওয়ার সহায়তাকারী বাঘাডাঙ্গা গ্রামের মনিরুল ইসলামের ছেলে মোঃ তুফান (২৬)কে আটক করা হয়। এছাড়া ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ ও ৪ জন নারী। পুরুষের নাম দুলালী মন্ডল (৬৭), বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর গ্রামে। একই দিন সকাল ৭টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬০/৫২-আর এর নিকট কুমিল্লাপাড়া গ্রামে নায়েক মোঃ আহামেদ আলী এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে যাওয়ার চেষ্টাকালে ১ জনকে আটক করা হয়।  আটক ব্যক্তি বিকাশ অধিকারী, বরিশাল জেলার আগৈলঝাড়া থানার নিমাই অধিকারীর ছেলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *