স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের নির্বাচন আজ শনিবার। দুই বছর (২০২৫-২৭) মেয়াদী এ নির্বাচন তিনটি প্যানেলভূক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৮ জন প্রার্থী। আজ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতাল প্রাঙ্গনে ভোট গ্রহণ করা হবে। কয়েকদিনের বিরামহীন নির্বাচনী প্রচারণা শেষে সকাল থেকে শুরু হবে ভোট গ্রহণ। গত কয়েকদিন প্রার্থীরা ছুটেছেন ভোটারদের বাড়ি বাড়ি। নির্বাচনে জয়লাভ করলে রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের প্রতিশ্রুতিও দিয়েছেন প্রার্থীরা।
নির্বাচনে তিনটি প্যানেলে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও কার্যনির্বাহী সদস্য পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিছুদিন যাবত নির্বাচনকে ঘিরে ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিলো। সবকিছুর অবসান ঘটিয়ে অবশেষে আসলো সেই মাহেন্দ্রক্ষণ। আজকের এই নির্বাচনে ১ হাজার ৪৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জানা গেছে, সোহরাব-ছটি প্যানেলে নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন অ্যাড. সোহরাব হোসেন অপরদিকে রফিক-মিন্টু প্যানেলে প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম।
সোহরাব-ছটি প্যানেলে সেক্রেটারি সঙ্গে লড়বেন হাবিবুল্লাহ জোয়াদ্দার ছটি। এ পদে প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন হামিদুর-মনি প্যানেলের হামিদুর রহমান। অ্যাড. সোহরাব-ছটি প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন অ্যাড. এম এম শাহজাহান মুকুল, অ্যাড. রফিকুল ইসলাম, মফিজুর রহমান জোয়ার্দ্দার, সুমন পারভেজ খান ও মহলদার ইমরান।
রফিক-মিল্টু প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন আশরাফ বিশ্বাস মিল্টু, ডাঃ আশরাফুল হক শিমুল, এ.বি.এম মোখছেদুল আমিন সোহাগ ও হাজি রবিউল ইসলাম (বিকে বাবলু)। এ পদে হামিদুর-মনি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিরাজুল ইসলাম মনি, আবুল কালাম আজাদ, মফিজুর রহমান মনা, সেলিমুল হাবিব সেলিম ও আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা।
চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের প্রধান নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবশংশী বলেন, চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু নির্বাচন করার জন্য সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনে ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। আশাকরি ভোটাররা স্বাচ্ছন্দে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। ভোটে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সকল কার্যক্রম চলমান রয়েছে।


