স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় বিভিন্ন দল থেকে জামায়াতে ইসলামীতে ৫৪ জন যোগদান করেছেন। শুক্রবার রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত এক যোগদান ও ওয়ার্ড কমিটি গঠন অনুষ্ঠানে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলুকদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড জামায়াত সভাপতি তরিকুল ইসলাম লিটন। নবযোগদানকারীরা একবাক্যে বলেন দেশে আমরা পরিবর্তন ও কল্যাণ চাই, তাই জামায়াতে ইসলামীকে আদর্শিক ভরসার ঠিকানা হিসেবে বেছে নিয়েছি।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, জনগণের বাংলাদেশ তখনই গড়ে উঠবে, যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সৎ, নৈতিক ও আল্লাহভীরু নেতৃত্বের হাতে থাকবে। আমরা সকলকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশে কোন ধরনের বৈষম্য থাকবে না। কোন ধরনের দুর্নীতি থাকবে না। রাষ্ট্রের উন্নয়নে জনগণের কষ্টার্জিত টাকার প্রতিটি পয়সা অত্যন্ত মূল্যবান।রাস্তা-ঘাটের বরাদ্দ সঠিকভাবে ব্যবহার হলে বাংলাদেশের এক ইঞ্চি রাস্তাও খারাপ থাকবে না। দুর্নীতি, অপচয় ও স্বার্থপরতার কারণে দেশের উন্নতি বাধাগ্রস্ত হয়। আমরা অঙ্গীকার করছি—আমরা নিজেরা দূর্নীতির সাথে জড়াবোনা এবং দেশের কোথাও দূর্নীতি রাখবো না।তাই জামায়াতে ইসলামীর মত দূর্নীতি মুক্ত দলের হাতে ক্ষমতা আসলে পরিপূর্ণভাবে দূর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা উপজেলা আমীর মাওলানা বিলাল হোসাইন, সেক্রেটারি গোলাম রসুল, সহকারী সেক্রেটারি শাহেনুজ্জামান ও মাওলানা সাজিবুল ইসলাম চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাড. হাসিবুল ইসলাম, সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন, আলুকদিয়া ইউনিয়ন আমীর আব্দুল মোমিন, সেক্রেটারি মোঃ মতিয়ার রহমান, প্রচার জাকির হোসেন, তারবিয়াত সেক্রেটারি শাকিল হোসেন নয়ন, অর্থ সম্পাদক মাহবুব হোসেন, যুব সভাপতি আশরাফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শতশত মানুষ।



