তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে “শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও রাজনীতিবিদদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মসিউর রহমান পারভেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও বিজিএমইএ সভাপতি এবং চুয়াডাঙ্গা-০২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- শিক্ষার মান উন্নয়ন করতে হলে আমাদের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষা কেবল ভালো ফলাফল বা সার্টিফিকেট অর্জন নয়; জীবনের প্রতিটি পদক্ষেপে জ্ঞান ও মূল্যবোধের আলো ছড়িয়ে দেওয়ার নামই প্রকৃত শিক্ষা। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে অতীতেও কাজ করেছি, ভবিষ্যতেও করবো। আমাদের দল ক্ষমতায় গেলে অবকাঠামোগত উন্নয়ন আরও তরান্বিত হবে।
মাহমুদ হাসান খান বাবু বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। কোমলমতি শিক্ষার্থীরা ভবিষ্যতের সম্পদ-তাদের প্রতি আমাদের মনোভাব ও আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। সমাজ পরিবর্তনে সবাইকেই দায়িত্ব নিতে হবে। আপনারা ভালো হলে রাজনীতিবিদরাও ভালো হবে। আমাদের ৩১ দফার মধ্যে মানসম্মত শিক্ষা নিশ্চিত করাও একটি গুরুত্বপূর্ণ দফা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন মিল্টন, সড়াবাড়ীয়া গ্রামের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার হামিদুল ইসলাম, তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, সমাজসেবক ও বিদ্যালয়ের সাবেক সভাপতি আতিয়ার রহমান, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ মিয়া, সড়াবাড়ীয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মহিদুল মাস্টার, আন্দুলবাড়ীয়া কলেজের সভাপতি সাইদুর রহমান বাবু, সমাজসেবক মহাব্বত আলী ও শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।



