স্টাফ রিপোর্টার
জীবননগর মনোহরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের এমপি পদপ্রার্থী ও জেলা আমীর রুহুল আমিন। শনিবার বিকেলে মনোহরপুর ইউনিয়নে বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এরপর ইউনিয়ন জামায়াত অফিস থেকে শুরু করে ধোপাখালী, কালা, গাংপাড়া ও মনোহরপুর গ্রামের বিভিন্ন বাজার ও মহল্লায় গিয়ে তিনি ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন।
গণসংযোগকালে জেলা আমীর রুহুল আমিন বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দেশের রাজনৈতিক সংস্কৃতি আমূল পরিবর্তন করা হবে। কোনো নাগরিককে রাজনৈতিক মতাদর্শের কারণে হয়রানির শিকার হতে দেওয়া হবে না। ভোটের অধিকারকে মানুষের নিরাপদ অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে। জনগণের হক তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদের অঙ্গীকার। আমরা শাসক হতে চাই না, বরং জনগণের প্রকৃত সেবক হতে চাই।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহম্মেদ, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জীবননগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমীর সাখাওয়াত হোসেন, হাফেজ বিল্লাল হোসেন, উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, সেক্রেটারি জাহিদুল ইসলাম, মনোহরপুর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম, সেক্রেটারি মনির হোসেন, জামায়াত নেতা নেয়ামুল হক, শফিকুল ইসলাম, বেতের আলী, যুবনেতা মোমিনুল ইসলাম, সাগর আহম্মেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও বিকাল ৪টার দিকে মনোহরপুর গ্রামে অনুষ্ঠিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর রুহুল আমিন। সেখানে তিনি নারীদের রাজনৈতিক সচেতনতা, ভোটাধিকার ও ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়ন ভাবনা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন।



