চুয়াডাঙ্গা পৌর এলাকায় গণসংযোগ কলেন অ্যাড. মাসুদ পারভেজ রাসেল

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করেছেন জামায়াত মনোনিত এমপি প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। তিনি প্রতিদিনের মতো গতকাল রবিবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌরসভার ৫নং ওয়ার্ডের কানাপুকুর পাড়া, পৌর কলেজ পাড়া ও ছাগল ফার্ম পাড়া বিভিন্ন মহল্লায় গণসংযোগ করেন।
গণসংযোগ কালে অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেছেন, আমরা  রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে মানবতার কল্যাণে আত্ম নিয়োগ করবো। জামায়াত মানুষের পাশে থাকতে চাই। জামায়াতে ইসলামী নেতারা দলকানা জনপ্রতিনিধি হতে চাইনা। আমরা জনপ্রতিনিধিদেরকে জনগেণের নিকট জবাবদিহিতার কালচার প্রতিষ্ঠা করতে চাই। মুরগীর কলিজা নিয়ে জামায়াতে ইসলামী করা যায়না। জামায়াতে ইসলামী করতে কলিজা লাগে।
তিনি আরও বলেন- আওয়ামী ফ্যাসিবাদের হাজারো আঘাতেও জামায়াতে ইসলামীর কর্মীরা রাজপথে দাঁড়িয়ে আছে। জামায়াতের শীর্ষ নেতাদের ফাসিঁ, দিয়েও থামানো যায়নি এ দলের জানবাজ কর্মীদের। জুলুম, নির্যাতন সহ্য করেই জামায়াত আজ এই অবস্থানে এসেছে। দাড়িপাল্লায় ভোট দিলে জিতে যাবে জনগন। দীর্ঘ সময় ধরে এদেশের মানুষের কল্যাণে আধিপত্যবাদী ও স্বৈরাচারীদের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগ্রাম করে আসছে। এমন এক সমাজ গড়তে চাই যেখানে সবাই শান্তিতে বসবাস করতে পারবে, কোনো বৈষম্য থাকবে না।
‎এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাড. হাসিবুল ইসলাম, নায়েবে আমীর মাহবুব আসিক শফি ও আনোয়ার হোসেন, পৌর সেক্রেটারী মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারী ইমরান হোসেন, অফিস সম্পাদক আবু যায়েদ আনসারী, পৌর উলামা ও মসজিদ মিশন সভাপতি হাফেজ মাওলানা আঃ শুকুর মালিক, পৌর যুব বিভাগের সভাপতি শাহ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সেক্রেটারি আসাদুজ্জামান, অফিস সম্পাদক সেলিম উল্লাহ মাসুমসহ পৌর নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *