জীবননগরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গাজী জাহিদ আটক

জীবননগর অফিস
জীবননগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ গাজী জাহিদ হাসান (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে। গতকাল রবিবার ভোর সাড়ে ৪টার দিকে জীবননগর শহরের মডেল মসজিদের পাশে গাজী জাহিদের মালিকানাধীন ‘জাহিন সাইকেল শোরুমে’ এ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন (৩৬ এডি)-এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে শোরুম তল্লাশির সময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, একটি স্মার্টফোন, ১১টি সিমকার্ড এবং একটি ব্যাটন উদ্ধার করা হয়। পরে আইনী প্রক্রিয়া শেষে তাকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতার হওয়া গাজী জাহিদ জীবননগর শহরের মহানগন দক্ষিণপাড়ার নুরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে হাসিনা সরকারের পতনের পর দেশে ফেরেন এবং জীবননগর শহরে ব্যবসা শুরু করেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রিপন কুমার দাস উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত জব্দসহ গাজী জাহিদেও আটকের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযান চলাকালে শো-রুমের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন থাকে। গ্রেফতার ব্যক্তির সাথে কোনো বৃহত্তর চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গাজী জাহিদের নামে জীবননগর থানায় কোন মামলা আছে কিনা জানতে চাইলে সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।
জীবননগর থানার ডিউটি অফিসার এসআই আব্দুর রহমান জানান, আটক গাজী জাহিদ হাসানের নামে অস্ত্র আইনে জীবননগর থানায় মামলা দায়ের করে আসামীকে চুযাডাঙ্গা কোর্ট হাজতে সোপর্দ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *