শীতকালীন সবজিতে ভরপুর জীবননগরের কাঁচাবাজার

হাসান নিলয়, জীবননগর
জীবননগরে শীতকালীন বিভিন্ন তরতাজা সবজিতে কাঁচাবাজার ভরে গেছে। সরবরাহ বেড়ে যাওয়ায় দামও অনেক কম। নাগালের মধ্যে সব ধরনের সবজি ক্রয় করতে পারায় ক্রেতাদের মুখে স্বস্থির হাসি ফুটেছে। গত দুই সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম অর্ধেকের বেশি কমে এসেছে। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়ে গেছে যার কারনে দামও কমে গেছে। তীব্র শীতে সবজিতে রোগবালাই কম হয় ও উৎপাদন অনেক বেড়ে যায়। যার কারনে কৃষকেরা অল্প দামের সবজি বিক্রি করে দিচ্ছেন।
জীবননগর উপজেলার কাঁচাবাজার গুলো শীতকালীন বিভিন্ন তরতাজা সবজিতে ভরে গেছে। বাজারে গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে ফুলকপি আকার অনুযায়ী ৫/১০ টাকা পিচ বিক্রি হচ্ছে। পাতা কপি ১৫ টাকা পিচ, বেগুন ২০ টাকা কেজি, টমেটো ৪০ টাকা কেজি, সিম ১০/১৫ টাকা কেজি, মুলা ২০ টাকা কেজি, কাঁচা মরিচ ৫০/৬০ টাকা কেজি, গাজর ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। নতুন পেঁয়াজ বাজারে আসায় দাম অর্ধেক কমে গিয়ে ৫০/৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। রসুনের কেজি কমে দাড়িয়েছে ৬০ টাকা। বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি। পুরাতন আলু বিক্রি হচ্ছে মাত্র ১৫ টাকা কেজি। বাজারে কমেছে লালশাক, পালংশাক, ছোলারশাক ও ধনিয়া পাতার দাম। পেঁয়াজের কালি বিক্রি হচ্ছে ৫ টাকা আটি। তবে বাজারে শশা, মিষ্টি কুমড়া, লাউ, পেঁপে, বরবটি, কাঁচকলা সহ কিছু সবজির দাম অপরিবর্তিত রয়েছে।
এছাড়াও মাছের বাজারে ঘুরে দেখা গেছে পুকুরে চাষ করা মাছ গুলো কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে। তেলাপিয়া ও পোনামাছ ১৭০/১৮০ টাকা থেকে কমে ১৪০/১৫০ টাকায় বিক্রি হচ্ছে।রুই, কাতলা, মৃগেল, সিলভারকার্প, গ্লাসকার্প মাছের দাম কেজিতে ২০ টাকা কমেছে। তবে দেশি প্রজাতির মাছ ও পাঙ্গাশ মাছের দামের পরিবর্তন হয়নি। বাজারের ক্রেতা মসলেম আলী জানায়,গত কয়েকদিন আগে বাজার করতে এসে টাকা ফুরিয়ে গেলেও বাজারের ব্যাগ বোঝাই হতো না। এখন বাজারের সব সবজির দাম অনেকটা কমে গেছে। ১০০ টাকার মধ্যে পছন্দ মত সব সবজি কিনতে  বাড়ি নিয়ে যাচ্ছি।
সজিব হোসেন নামের আরেক ক্রেতা বলেন, বাজার করতে এসে একন খুব ভালো লাগছে।গত কয়েকদিন আগের তুলনায় দাম অর্ধেকেরও বেশি কমে গেছে।অল্প টাকায় টাটকা সবজি কিনতে পারছি। তবে শীতকালীন সবজির দাম কমলেও মুদি দোকানের মালামালের দাম বেড়েছে।
বিক্রেতা বলছেন, শীত বাড়ার সাথে সাথে সবজির সরবরাহ চাহিদার তুলনায় অনেক বেড়ে গেছে।এতে সবজির দামও অনেক কমে গেছে। যার কারনে ক্রেতারা হাসিমুখে বাজার করছে।আগামী কয়েক সপ্তাহ দাম এমন স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *