আলমডাঙ্গার বেলগাছিতে আজিজুল হক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামে আজিজুল হক ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় বেলগাছি মালিথাপাড়া এলাকায় এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। কঠোর শীতে প্রায় ২০০ জন অসহায় মানুষ এই সহায়তার সুফল পেয়েছে।
স্থানীয়রা জানান, এই ধরনের উদ্যোগ তাদের জন্য একপ্রকার প্রাণের স্বস্তি। শীতের কাঁপুনি যখন দেহ কাঁপাচ্ছে, ঠিক তখন কম্বল পাওয়া তাদের কাছে এক আশীর্বাদ স্বরূপ। এলাকার একজন বাসিন্দা বলেন, এমন সময় এই সহায়তা সত্যিই বড় সাহায্য।
এসময় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার আশরাফুল ইসলাম, লিয়াকত আলী, সলোক মিয়া, ব্যবসায়ী সুদ্দুর রহমান, ইসলাম মালিথা, মানিক, সম্রাটসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতকালে অসহায় মানুষের জন্য এই কম্বল বড় স্বস্তি এবং প্রয়োজনীয় সহায়তার অংশ হিসেবে কাজ করেছে।
স্থানীয়রা তাদের আনন্দ প্রকাশ করে বলেন, আজিজুল হক একজন সত্যিকারের মানবপ্রেমিক ব্যক্তি। তার ফাউন্ডেশন থেকে এই ধরনের সহায়তা পেয়ে আমরা সবাই খুশি। আশা করি, এটি প্রতি বছর নিয়মিতভাবে চলবে। কম্বল বিতরণের মাধ্যমে এলাকার মানুষরা শীতের সঙ্কট থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছে এবং আনন্দের মুহূর্ত উপভোগ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *