গাংনীতে কৃষকদের মাঝে প্রণোদনার সবজি বীজ ও সার বিতরণ

মেহেরপুর অফিস

মেহেরপুরের গাংনী উপজেলায় রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন শাক-সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রণোদনার রাসায়নিক সার ও সবজি বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সার ও বীজ বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোত্তালেব আলী।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ মৌসুমে গাংনী উপজেলার ৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বেগুন, পালং শাক, লাল শাক, মটরশুটি, লাউ, মুলা ও বাটি শাক বীজ বিতরণ করা হয়। এছাড়াও মাঠে চাষযোগ্য আগাম শাক-সবজি চাষের জন্য ৬১০ জন কৃষকের মাঝে লাউ, বেগুন, মিষ্টি কুমড়া ও শসার বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *