যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে দামুড়হুদায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

দামুড়হুদা অফিস

দামুড়হুদায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বৃক্ষ রোপণ, পরিচ্ছন্নতা অভিযান, রোগীদের মাঝে খাবার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা যুবদলের আয়োজনে এ সকল কার্যক্রম উদযাপন করা হয়।

দামুড়হুদা উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান বাচ্চু ও সদস্য সচিব মাহফুজুর রহমান মিলটনের নেতৃত্বে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের ময়লা আবর্জনা পরিষ্কার, হাসপাতাল চত্বরে বৃক্ষ রোপন করেন। একই সাথে হাসপাতালে ভর্তি কৃত সকল রোগীদের খোঁজ খবর নেন  এবং শুকনা খাবার বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেন।

 যুবদলের প্রতিষ্ঠাবার্ষিক সার্থক করতে সার্বিক সহযোগিতা করে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সোহেল রানা, সাইফুর রহমান সেলিমসহ উপজেলা যুবদলের সকল সদস্যবৃন্দ। উপজেলা যুবদল কর্তৃক সকল কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সর্বস্তরের জনগণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *