আলমডাঙ্গায় ট্রেনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাওনের মৃত্যু!

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গায় ট্রেনের ছাদে উঠা শাওন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন পোড়াদহ রেলস্টেশন থেকে আলমডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রেনটি আলমডাঙ্গা রেলস্টেশনের পৌঁছালে ছাদের উপর থাকা অবস্থায় ওই শিশুর গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে গুরুতর দগ্ধ হয়। পরে তার সঙ্গে থাকা বন্ধু জাহিদ (১২) শিশুটিকে দ্রুত আলমডাঙ্গা রেলস্টেশনে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  সেখানে সকাল ১০টা ৩০ মিনিটে তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শুরু করলেও আনুমানিক সকাল ১০টা ৫০ মিনিটে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তবে তার বন্ধু জাহিদ জানিয়েছে, তারা উভয়েই ঢাকার বসিলা এলাকার “লিডো পিস হোম” নামের একটি এনজিও সংস্থার তত্ত্বাবধানে পথশিশু হিসেবে বসবাস করত এবং পড়াশোনা করত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *