আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে উপজেলা জামায়াতের আলোচনা সভা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা পৌর জামায়াতের আমির মাহের আলী। প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড.মাসুদ পারভেজ রাসেল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী লীগের পেটোয়া বাহিনী লগি-বৈঠা নিয়ে যে নৃশংস হামলা চালিয়েছিল, তা ছিল ইতিহাসের এক বর্বরোচিত অধ্যায়। সেই দিনকার শহীদদের স্মরণে আমাদের তৌহিদী জনতাকে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, আগামী নভেম্বর মাসে গণভোটের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠা করতে হবে এবং জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন আমাদের দাবির প্রতি উপেক্ষা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা মাঠে নামব। কেউ ষড়যন্ত্র করলে তার পরিণতি হবে শেখ হাসিনার চেয়েও ভয়াবহ। লেভেল প্লোলিং ফিল্ড নিশ্চিত করা, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের রাজনীতি থেকে দূরে রাখা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, যুব বিভাগের সভাপতি ও চুয়াডাঙ্গা ১ আসনের নির্বাচন পরিচালক শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন আদালত সম্পাদক ও আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, গাংনী আসমানখালি থানা আমির আব্বাস উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা শাখার ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আখতারুজ্জামান, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম, পৌর যুব বিভাগের সাইফুল্লাহসহ আলমডাঙ্গা উপজেলার ১১ টি ইউনিয়ন দায়িত্বশীলদের উপস্থিত ছিলেন। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ¯’ানীয় কর্মীরা। সভা শেষে ২০০৬ সালের পল্টন ট্র্যাজেডির নিহতদের স্মরণে দোয়া করা হয়।



