দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নে অটোমেটেড ভূমি সেবা ও সংশোধন সক্রান্ত ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র ও সহকারী কমিশনার(ভূমি) কে এইচ তাসফিকুর রহমান।
পরিদর্শনকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র ভূমি মালিকদের মাঝে ভূমি সেবার আধুনিকায়ন, জমির তথ্য ও তথ্যের সঠিক সংরক্ষণসহ ডিজিটাল পদ্ধতিতে দ্রুত সেবা প্রাপ্তির বিষয়ে পরামর্শ প্রদান করেন।
সংশ্রিষ্ট সূত্র জানা গেছে, ২৫ ও ২৬ অক্টোর-এ দুইদিন উপজেলার ০৭নং দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ভূমি মন্ত্রণালয়ের অধীনস্ত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ও দামুড়হুদা উপজেলা ভূমি কার্যালয়, ইউএনডিপি বাংলাদেশের যৌথ আয়োজনে এই কার্যক্রম চলছে, যা আজ দিনব্যাপী চলমান থাকবেন।
কার্যক্রম চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মো: হযরত আলী, সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহাতাব উদ্দিন, প্রকল্প সমন্বয় জামাত উদ্দিন, সহকারী ভূমি কার্যালয়ের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক কর্মকর্তা মো: সহেল রানা, সার্ভেয়ার মো: সুজন মোল্লা, ইউপি সদস্যবৃন্দ, ইউএনডিপি’র সদস্যসহ শত শত সেবা প্রাপ্তিরা।
ক্যাম্পেইনে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অনুষ্ঠিত ক্যাম্পেইনের মধ্য দিয়ে উপজেলার ভূমি মালিকদের স্ব-স্ব ইউনিয়নে বিনামূল্যে অনলাইন রেজিস্ট্রেশন সম্পূর্ণ, তাদের নিজের নামে প্রোফাইল তৈরি করা, জাতীয় পরিচয় পত্র ও ভূমি মালিকদের নিজস্ব মোবাইল নাম্বার সংযুক্ত করাসহ ভূমি বিষয়ে পরামর্শ পাবে। এক্ষেত্রে একজন ভূমি মালিক তথা গ্রাহকদের উল্লিখিত সেবা গ্রহণের জন্য অবশ্যই জাতীয় পরিচয় পত্র (এন আই ডি) নিজের ব্যবহৃত সচল মোবাইল নাম্বার ও নামজারি পর্চা সঙ্গে আনতে হবে।
একই সাথে কর্মকর্তারা আরও জানিয়েছেন, উপজেলার বাকি ইউনিয়নগুলোতে ক্যাম্পেইনের দিন তারিখ পরবর্তীতে ভূমি মালিক ও সেবা গ্রহীতাদেরকে জানিয়ে দেয়া হবেন।
একাধিক সেবা গ্রহীতাসহ জমির মালিকগণ জানান, এখানে এসে ভালো লাগলো। অনুষ্ঠিত এই কার্যক্রমে জানতে পেরেছি একজন প্রকৃত জমির মালিক তাদের নিজের জমিকে কিভাবে সুরক্ষিত রাখতে পারবেন। এ ধরনের ভূমি সেবার মাধ্যমে সকল জমির মালিকগণ আগামীতে বিভিন্ন কারণে ভূমি সংক্রান্ত হয়রানি থেকে রেহাই পাবেন বলেও আশা ব্যক্ত করেন সেবা গ্রহীতাদের অনেকেই।



