পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার ৭নং পদ্মবিলা ইউনিয়নে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ইউএনডিপি বাংলাদেশ এর আয়োজনে তিনদিন ব্যাপি অটোমেটেড ভূমি সেবা সিস্টেম তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কুশোডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ভূমি সেবার উদ্বোধন করেন, চুয়াডাঙ্গা সদর সহকারী কমিশনার ভূমি এস,এম, আশিস মোমতাজ।
তৌসিক মন্ডল (ইউএফ) এবং তরিকুল ইসলাম (ইউএফ)কাজ করছেন, তিনারা বলেন ভূমি মালিককে যেনো আর ভোগান্তিতে না পড়তে হয় এজন্য আমরা ভূমি মালিকদের নাগরিক আইডি এবং হোল্ডিং খুলে দিচ্ছি এতে করে জমির মালিকগন বাড়ি বসে এ্যাপসের মাধ্যমে জমির খাজনা, নামপত্তন, দাগ নাম্বার দাখিলাসহ জমির যাবতীয় কাজকর্ম দেখতে পারবে এবং খাজনা দিতে পারবে। মূলত জমির মালিকগনকে আর কোন ভোগান্তি পোহাতে হবে না।
নাগরিক আইডি এবং হোল্ডিং নাম্বার খুলতে আসা কয়েকজনের সাথে কথা বললে তারা দৈনিক আজকের চুয়াডাঙ্গাকে বলেন, বিষয়টি সম্পর্কে আমরা এখনো ভালভাবে ক্লিয়ার না তবে কর্মকর্তারা বলছেন বাড়ি বসেই জমি সম্পর্কে সবকিছুর তথ্য জানা যাবে মোবাইলফোনের মাধ্যমে। এমন যদি হয় তাহলে তো খুবই ভাল হবে।
তরিকুল ইসলাম (ইউএফ) বলেন, যেহেতু তিন দিন আমাদের ক্যাম্প প্রথম দিন আমরা আশানুরূপ সাড়া পেয়েছি আশা করছি দ্বিতীয় এবং তৃতীয় দিন আমরা আরও আশানুরূপ সাড়া পাব। এই ক্যাম্প ৩দিন চলবে।



