আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন মাসুদ পারভেজ রাসেল

আলমডাঙ্গা অফিস

বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে হারদি ইউনিয়নে অবস্থিত আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও কর্মরত স্টাফদের সঙ্গে কথা বলেন। তিনি স্বাস্থ্যসেবা কার্যক্রমের মান, চিকিৎসা সরঞ্জামের অবস্থা এবং সাধারণ রোগীদের সেবাপ্রাপ্তির বাস্তব চিত্র সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাডভোকেট রাসেল বলেন, চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার। কিন্তু আজও দেশের অনেক স্থানে মানুষ পর্যাপ্ত চিকিৎসা থেকে বঞ্চিত। হাসপাতাল আছে, ভবন আছে, কিন্তু নেই পর্যাপ্ত চিকিৎসক, ওষুধ ও সেবার মান। এই বাস্তবতা পরিবর্তনের জন্য জামায়াতে ইসলামী চিকিৎসা ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনতে চায়।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আধুনিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হবে। সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা করা হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব। দরিদ্র ও অসহায় জনগণের জন্য থাকবে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণের ব্যবস্থা। আমরা বিশ্বাস করি একটি সুস্থ জাতিই পারে উন্নত বাংলাদেশ গড়তে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, ইসলামী আলোচক মাওলানা হাসান আল মামুন লাল, উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, জি.এ সাংগঠনিক থানা আমীর আব্বাস উদ্দিন, থানা সেক্রেটারি কামরুল হাসান সোহেল, কর্মপরিষদ সদস্য শাহজাহান মিয়া ও ফরিদ উদ্দিন, হারদী ইউনিয়ন আমীর মাওলানা গিয়াস উদ্দিন, মিডিয়া সম্পাদক সোহেল রানাসহ আরও অনেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *