আলমডাঙ্গা প্রতিনিধি
আলমডাঙ্গায় বিশ্বমাতা সুফিয়া পাগলীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী সাধুসংঘ অনুষ্ঠিত হয়েছে। “আল্লাহ আলেক শাঁঈ/হক নাম ভরসা, জয় গুরু, জয় লালন, জয় হোক শান্তি, বিশ্ব মানবতার জয় হোক বিশ্ব মাতার। পারে কে যাবি নবীর নৌকাতে আয় এ স্লোগানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই সাধুসংঘ। গত ৯ ও ১০ অক্টোবর (বৃহস্পতিবার ও শুক্রবার) আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের নগর দক্ষিণপাড়ার সলেমান শাহ দরবার ও বিশ্বমাতা সুফিয়া পাগলীর আশ্রম ও আখড়াবাড়িতে আয়োজন করা হয় এ সাধুসংঘের।
অনুষ্ঠানের আয়োজনে ছিলেন মায়ের আশেকান, পাগল ও সন্তানগণ। সার্বিক সহযোগিতা করেছে লালন স্বেচ্ছাসেবক সংস্থা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, কফিল উদ্দিন, মোসাবার, আসাদুজ্জামান, হালিম, শিপন শাহ, রশিদ, রাব্বি, সাহাবুল, সেলিম, রমজান, মানিক পাগল, আমির, ইউসুফ, তুপন, হেলাল, ডিটুল পাগল, আলীমসহ আরও অনেকে।
উল্লেখ্য, বিশ্বমাতা সুফিয়া পাগলী ২০২৪ সালের ৯ অক্টোবর পরম করুণাময়ের ডাকে সাড়া দিয়ে ইহলোক ত্যাগ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরই ভক্ত ও আশেকানদের উপস্থিতিতে আধ্যাত্মিক সাধুসংঘ অনুষ্ঠিত হয়।