জীবননগর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ উথলী’র উজ্জ্বল গ্রেফতার

জীবননগরে ইয়াবাসহ উথলীর উজ্জ্বল গ্রেফতার

জীবননগর অফিস

জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ উজ্জ্বল (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুর ২টার সময় জীবননগর উপজেলার উথলী গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ উজ্জ্বলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উজ্জ্বল জীবননগর উপজেলার উথলী গ্রামের আমতলা পাড়ার আক্কাস আলীর ছেলে।

জীবননগর থানা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার (বিপিএম) সেবা সার্বিক দিকনির্দেশনায় এবং জীবননগর থানার তত্বাবধানে এসআই শাহীন আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গতকাল মঙ্গলবার দুপুরে মাদক বিরোধী অভিযান চালায়। দুপুর ২টার সময় পুলিশ সদস্যরা জীবননগর উপজেলার উথলী আইডিয়াল কিন্ডার গার্ডেন স্কুলের বিপরীতে পশ্চিম পাশে বাঁশ বাগানের নিচে কাচা রাস্তার উপর হতে উজ্জলকে গ্রেফতার করেন। পরে তার হেফাজত হতে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত উজ্জ্বলের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *