স্টাফ রিপোর্টার
দীর্ঘদিন পর চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটির সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনীত হয়েছেন চুয়াডাঙ্গা চেম্বারের সভাপতি ইয়াকুব হোসেন মালিক। এছাড়া সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন চুয়াডাঙ্গা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি শাহরিন হক মালিক। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা চেম্বার ভবনের হলরুমে জমকালো আয়োজনে উপস্থিত অর্ধশতাধিক ক্রীড়া মোদী ব্যক্তিত্ব ও চুয়াডাঙ্গা মোহামেডান স্পোর্টিং ক্লাব মাঠের জমিদাতা গণের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি হলো নিন্মরুপ ইয়াকুব হোসেন মালিক(সভাপতি), রেজাউল হক জোয়ার্দ্দার রেজা (সিনিয়র সহ-সভাপতি), সালাউদ্দিন মো: মর্তুজা (সহ-সভাপতি), সুরেশ কুমার আগরওয়াল পিন্টু (সহ-সভাপতি), শাহরিন হক মালিক (সাধারণ সম্পাদক),আবির হাসান জোয়ার্দ্দার(যুগ্ম-সাধারণ সম্পাদক), খন্দকার রিজন হোসেন (যুগ্ম-সাধারণ সম্পাদক), আশাবুল হক আশা (কোষাধ্যক্ষ), তরিকুল ইসলাম তরু (ক্রীড়া সম্পাদক), সোহেল আহমেদ মালিক সুজন (দপ্তর সম্পাদক) ।
এছাড়া নির্বাহী সদস্যপদে মনোনীত হয়েছেন নাসির আহাদ জোয়ার্দ্দার, মাহমুদুল ইসলাম মালিক, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, মঞ্জুরুল আলম মালিক লার্জ, ফারুক হাসান, সেকেন্দার আলী (ইঞ্জিনিয়ার), হায়াতুল ইসলাম মালিক, শহিদুল কদর জোয়ার্দ্দার, হিরন জোয়ার্দ্দার, আতিয়ার রহমান লিটন, জুয়েল মাহমুদ, রোকনুজ্জামান রোকন ও শফিকুল ইসলাম লিটন। কমিটি গঠন শেষে সকল সদস্যবৃন্দ চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব মাঠ (পুরাতন স্টেডিয়াম) পরিদর্শন করেন। পরিদর্শন কালে কমিটির পক্ষ থেকে জানানো হয় এ স্টেডিয়ামের গ্যালারির নিচের সকল পরিত্যাক্ত দোকান সংস্কার ও মেরামত করা হবে। এছাড়া চলমান সকল দোকানদাদের নির্দেশনা দেওয়া হয় মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে তাদের ব্যবহৃত দোকানগুলোর ভাড়া প্রদান করতে হবে। একই সাথে ব্যবহৃত দোকানগুলোর ভাড়া ইতিপূর্বে কোথায় জমা হয় সে বিষয়টিও জানতে চাওয়া হয়। নবগঠিত কমিটির সদস্যরা আরো জানান মোহামেডান স্পোর্টিং ক্লাবের দোকানগুলো থেকে অর্জিত আয় দিয়েই এই ক্লাবের সংস্কার ও মেরামত করা হবে।