জীবননগর অফিস
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম জীবননগর উপজেলায় একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি দপ্তর এবং প্রতিষ্ঠানের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। গতকাল মঙ্গলবার দিনব্যাপী এ কার্যক্রম পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট সকলকে সেবার মান উন্নয়ন, কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনসাধারণের কল্যাণে কার্যকর ভূমিকা পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। দিনের শুরুতে জেলা প্রশাসক জীবননগর থানা পরিদর্শন করেন। এ সময় তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা প্রদানের মান এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। জেলা প্রশাসক থানায় এসে পৌছালে অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ^াস ফুলেল শুভেচ্ছায় তাকে স্বাগত জানান। পরবর্তীতে তিনি জীবননগর পৌরসভা পরিদর্শন করেন। সেখানে পৌর প্রশাসনের কার্যক্রম, নাগরিক সুবিধা প্রদান ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং জনস্বার্থমূলক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এরপর জেলা প্রশাসক জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি প্রশাসনিক কার্যক্রম, সরকারি সেবার মানোন্নয়ন এবং জনবান্ধব দপ্তর গঠনের উপর গুরুত্বারোপ করেন।
পরিশেষে তিনি জীবননগর উপজেলাধীন “রিক” নামক বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) পরিদর্শন করেন। সেখানে তিনি চলমান সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা করেন এবং জনগণের উন্নয়নে বেসরকারি সংস্থার ইতিবাচক অবদানের উপর গুরুত্ব আরোপ করেন।
পরিদর্শন কার্যক্রমে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমীন, জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব সৈয়দজাদী মাহ্বুবা মঞ্জুর মৌনা, চুয়াডাঙ্গার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈমসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।