কার্পাসডাঙ্গায় ভুয়া বিজিবি পরিচয়ে ফলের দোকানে চাঁদাদাবীর অভিযোগে কুড়ুলগাছির আলম আটক

দামুড়হুদা অফিস


দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে আশরাফুল ইসলামের ফলের দোকানে ভুয়া বিজিবির পরিচয় দিয়ে চাঁদা দাবীর অভিযোগে কুড়ুলগাছির আলমগীর হোসেন ওরফে আলম কে উত্তম মাধ্যম গণধোলাইয়ের পর পুলিশে হস্তান্তর করা হয়েছে। ভুয়া বিজিবির সদস্য পরিচয় দানকারী এই আলমগীর হোসেন দর্শনা থানাধীন কুড়ুলগাছি গ্রামের নুহু নবীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গতকাল বৃহস্পতিবার সকালে কার্পাসডাঙ্গা বাজারের ব্রিজ মোড়ের আশরাফুল ইসলামের ফলের দোকানে যায় আলমগীর হোসেনসহ অজ্ঞাত এক ব্যক্তি। এসময় ওই দোকানীকে ভয়ভীতি প্রদর্শন করে বিজিবির পরিচয়ে চাঁদা দাবী করেন আলমগীর হোসেন। ফলের দোকানী তাদেরকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার সাথে খারাপ আচরণ করেন তারা। তাদের কথা বার্তায় অসংগতি মনে হলে স্থানীয়দের ডাকেন ফলের দোকানদান। ওই সময় অজ্ঞাত এক ব্যক্তি পালিয়ে গেলে আলমগীর হোসেন কে ধরে ফেলেন স্থানীয়রা। ফলের দোকানের পাশা থাকা দুজন বিজিবির সদস্য কে ডেকে তার পরিচয় সনাক্ত করতে চাই স্থানীয়রা। বিজিবির সদস্যরা বলেন সে তাদের সদস্য নই। তখন উত্তম মাধ্যমের পর কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে তাকে হস্তান্তর করা হয়। এরপর সেখান থেকে দামুড়হুদা মডেল থানায় নেয়া হয়।
দামুড়হুদা মডেল থানার পরিদর্শক ওসি হুমায়ুন কবির বলেন, আলমগীর হোসেন নামের একজন কে ফলের দোকানে চাঁদাদাবীর অভিযোগে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। আটককৃত আলমগীর হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *