তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন গড়াইটুপি ইউনিয়নের তেঘরী গ্রামে স্কুল পাড়ার সাইদুর রহমানের স্ত্রী মৃত তিন সন্তানের জন্ম দেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১ টা দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নরমাল ডেলিভারিতে একটা ছেলে দুইটা মেয়ে মৃত সন্তানের জন্ম দেন। এই বিষয়ে সাইদুল রহমান বলেন, আমার স্ত্রী তিন সন্তানের জন্ম দিলে কর্মরত চিকিৎস মৃত ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় শোকে পরিবেশ বিরাজ করছে। পরে বিকাল ৫টার দিকে দিলে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।