অনলাইন ডেস্ক
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল ১০টায় দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে একযোগে ফলাফল প্রকাশ করা হয়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
ফল বিশ্লেষণে দেখা গেছে, প্রথমবার ফলাফলে ফেল করা তিনজন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছেন আরো ২৮৬ জন। ফেল থেকে নতুন করে পাস করেছেন ২৯৩ জন।